Bangladesh
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
"লার্নিং হাইভ"-এ আপনাদেরকে স্বাগতম! বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের, বিশেষকরে ইংরেজি বইয়ের, বিভিন্ন অনুশীলনীর নির্ভুল সমাধান সহ সঠিকভাবে ইংরেজি শেখানোর উদ্দেশ্য নিয়ে "লার্নিং হাইভ"-এর সূচনা। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ২০২৩ সালের ইংরেজির নতুন পাঠ্যক্রম দিয়ে আমাদের যাত্ৰা শুরু। আমাদের লেসনে আগামীতে অন্যান্য শ্রেণীর পাঠ্য বইগুলো সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার আশা করছি।
"লার্নিং হাইভ"-এর লক্ষ্য হচ্ছে সহজ এবং নির্ভুলভাবে আপনাদের কাছে পাঠ্য উপস্থাপন করা এবং বাংলাদেশের প্রতিটি স্থানে অনলাইনের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেয়া।
ভিডিও লেসন তৈরীর ক্ষেত্রে আমরা "কোয়ান্টিটি"-র চেয়ে "কোয়ালিটি"-র ওপর বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর সেজন্য আমরা সময় নিয়ে আমাদের ভিডিও লেসনগুলি মানসম্মতভাবে তৈরী করার চেষ্টা করি। আশা করছি আমাদের এই ভিডিও লেসনগুলি আপনাদের সহায়ক হবে। আপনারা উপকৃত হলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আর লেসনগুলো নিয়ে আপনাদের কোন প্রশ্ন, মন্তব্য, কিংবা পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন।
আমরা প্রতি সপ্তাহে নতুন ভিডিও লেসন আপলোড করে থাকি। নতুন ভিডিওর "নোটিফিকেশন" সরাসরি পেতে চাইলে "লার্নিং হাইভ" ইউটিউব চ্যানেল "সাবস্ক্রাইব" করুন এবং ফেইসবুক পেজ "ফলো" করুন। অনলাইন প্লাটফর্মকে ব্যবহার করে আমাদের আগামীতে আরো পরিকল্পনা রয়েছে। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।
এপর্যন্ত আপনাদের সমর্থন, ভালোবাসা, এবং অনুপ্রেরণা লার্নিং হাইভ চ্যানেলকে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিশেষে, কোন সহৃদয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদের এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সময় এবং প্রচেষ্টা, কিংবা জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ,
লার্নিং হাইভ